বগুড়া শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামী নিজ ঘরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শহরের কানছগাড়ি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আল-আমীনের বিরুদ্ধে স্ত্রী দিনা বেগমকে হত্যার অভিযোগ ওঠেছে।
জানা গেছে, বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার হাবলু মিয়ার মেয়ে দিনা বেগমের (২২) ৬ বছর আগে আল-আমীনের সাথে বিয়ে হয়। দিনা বগুড়া সরকারি আযিযুল হক কলেজে অনার্স ২য় বর্ষের ছাত্রী। তাদের সংসারে ৫ বছর বয়সী কন্যা সন্তান এবং তিনমাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নেশাগ্রস্ত হয়ে মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে স্ত্রী দিনাকে মারধর করতো স্বামী আল আমীন। এ অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে আল-আমীন প্রচার করে তার স্ত্রী দিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে দিনার বাবা সেখানে যান। পরে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ সময় দিনার বাবা অভিযোগ করেন যৌতুকের দাবিতে তার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতের শরীরে আঘাতের চিহ্ন পুলিশকে দেখায়। নিহতের বাবা আরো জানান, জামাই আল-আমীন প্রায়ই যৌতুকের জন্য তার মেয়েকে মারপিট করতো। আল-আমীনের বিরুদ্ধে যুবলীগ নেতা শাহিন হত্যা মামলা রয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, নিহতের শরিরে কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া নিহতের বাবা পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে। তাই লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন