বগুড়ার শেরপুরের গাড়িদহ নামকস্থানে মাইক্রোবাস চাপায় আব্দুল করিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে দেড়টায় শেরপুর বাসস্ট্যান্ডে। নিহত আব্দুল করিম উপজেলার গাড়ীদহ গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধ আব্দুল করিম বগুড়া-ঢাকা মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বগুড়া অভিমুখী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুর থানার এসআই জোহা সড়ক দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, মাইক্রোবাসটি শাজাহানপুর থানার পুলিশ আটক করেছে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ