বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ৫২মেগাওয়াট। বৃহস্পতিবার এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়ায় কুমিল্লায় শ্রীলঙ্কান মালিকানাধীন লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্টটি উদ্বোধন করবেন তিনি।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, বিদ্যুৎ বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাওয়ার প্লান্ট ম্যানেজার রাকেশ চন্দ্র ঘোষ জানান, ৫২ দশমিক ০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্লান্টটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৯ ফেব্রুয়ারি। ৩একর জমিতে নির্মিত প্লান্টটির এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই নির্মাণ কাজ শেষ হয়। ফার্নেস ওয়েল ব্যবহার করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর থেকে প্লান্টটি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। আগামী ১৫ বছর এই প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্লান্টটি তৈরি করতে ৪২৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন