সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে নৌকা ডুবে ২১ গরুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে নদীর এনায়েতপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা আড়াই ঘন্টা চেষ্টার পর পুলিশ মৃত গরুগুলোসহ নৌকাটি উদ্ধার করেছে।
এনায়েতপুর নৌকা ঘাটের ইজারাদার মোক্তার হোসেন জানান, ২৬টি গরু নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা এনায়েতপুর ঘাট থেকে টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দ্যেশে রওনা হয়। কিছুদুর যাবার পরই আকস্মিকভাবে নৌকাটি যমুনা নদীতে তলিয়ে যায়। এ সময় ৬টি গরু সাতরিয়ে তীরে উঠলেও বাকি গরুগুলো নৌকার সাথে বেঁধে রাখায় নৌকা সাথে ডুবে মারা যায়। গরুর মুল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। নদীতে স্রোত না থাকলেও অতিরিক্ত ওজন বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এনায়েতপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আড়াই ঘন্টা চেষ্টার পর ২১টি মৃত গরু ও নৌকাটি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন