বগুড়ার শাজাহানপুরে ককটেল, পিস্তল-গুলিসহ আসাদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ওমরদীঘি বাসস্ট্যান্ড এলাকার টাইগার স্পোটিং ক্লাব থেকে তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাইগার স্পোটিং ক্লাবে অভিযান চালিয়ে ১১টি ককটেল, ৩৬টি ছুরি, রামদা, বল্লম জব্দ করা হয়। এছাড়া ক্লাবের বাইরে রাখা প্রাইভেটকার থেকে একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় ক্লাব থেকে আসাদুর রহমানকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন