টাঙ্গাইলের মির্জাপুরে যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ডেপুটি কমান্ডার শরীফ মাহমুদ প্রমুখ।
পরে যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে করা গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ