ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় দায়ের হওয়া মানহানির মামলায় সমন জারি করেছেন পাবনা আমলী আদালত-১। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় মামলার শুনানি শেষে পাবনা আমলী আদালতের বিচারক মো. রেজাউল করিম আগামী ২৪ মার্চ তাকে আদালতে হাজির হওয়াার নির্দেশ দেন।
মামলার বাদীর আইনজীবী আব্দুল আহাদ বাবু জানান, গত ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ৫০০/৫০১ ধারায় মামলাটি করেন।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাতে ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদনের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। দৈনিকটিতে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের মানহানি হয়েছে এমন অভিযোগে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত সত্তরের অধিক মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ