বর্ণিল সাজে সেজেছে পূর্ব জামালপুরের নান্দিনা। নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এলাকাবাসী সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের ৫০ বছর পূর্তিতে শুক্র ও শনিবার দুদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব পালিত হবে। উৎসবে প্রায় ৫ হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী যোগ দিবেন। ৫০ বৎসর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক স্থানীয় এমপি রেজাউল করিম হীরার সভাপতিত্বে উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কলাম আজাদ, জামালপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, কলেজের প্রধান পৃষ্ঠপোষক শেখ মো. আনোয়ার হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফা আক্তার পপি উপস্থিত থাকবেন।
উৎসব কমিটির সদস্য সচিব কলেজ অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার এবং ঢাকাস্থ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মারুফা আক্তার পপি জানিয়েছেন, সুবর্ণজয়ন্তী উৎসবকে বর্ণাঢ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুদিনব্যপী উৎসবের প্রথম দিন শুক্রবার বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হবে। দিনব্যাপী চলবে স্মৃতিচারণ, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের অংশগ্রহণে হবে মূল অনুষ্ঠান। সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত হবে বিশেষ স্মরণিকা। আলোচনা ও স্মৃতিচারণ ছাড়াও দুদিনের অনুষ্ঠানে দেশসেরা শিল্পী সাবিনা ইয়াসমীন, বারী সিদ্দিকী, জান ই আলম, নজরুল বাবু ও দিবা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও খ্যাতনামা ব্যান্ডদল লালন ও রিদমের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কনসার্ট। থাকবে শাহীনের কৌতুক।
সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাস ছাড়াও পুরো নান্দিনা অঞ্চলকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা ছাড়াও নানা রঙ্গের ফটক, ফেস্টুন, ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সুবর্ণজয়ন্তী উৎসবের মধ্য দিয়ে নতুন ও পুরনোর মধ্যে মেলবন্ধন রচিত হবে। পুরনো স্মৃতি আর ঐতিহ্যের পথ ধরে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি জামালপুরের পূর্বাঞ্চলে শিক্ষা বিস্তারে এগিয়ে যাবে আরো অনেকদূর এমনটাই আশা করছেন আয়োজকরা ।
বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা