কক্সবাজারের সেন্টমাটিন বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১৯ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ড সেন্টমাটিন স্টেশন কমান্ডার ডিকসন চেৌধুরীর নেতৃত্বে একদল কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদে সেন্টমাটিন গভীর বঙ্গোপসাগরে অবস্থান নেয়। এ সময় সাগরে দু'টি ট্রলার বিপুল পরিমাণ ইয়াবার চালান আদান-প্রদানকালে কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে পালিয়ে যেতে চাইলে সাগরে ধাওয়া করে ইয়াবার চালানসহ ফিশিং ট্রলার দুটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফিশিং ট্রলারে থাকা ১৯ ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তারা। তবে উদ্ধার ইয়াবা, ট্রলারসহ আটককৃতদের টেকনাফ নিয়ে আসা হচ্ছে। পরে তা গণানা করে পরিমাণ জানা যাবে।
এদিকে, এ বিষয়ে বিকাল সাড়ে ৫টার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ