বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় জাহিনুর বেগম (৪০) নামের এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিনুর বরগুনা জেলার বেতাগী উপজেলার দেশস্তাকাটি গ্রামের শাহ আলীর স্ত্রী।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, জাহিনুর বেগম মহাসড়ক পারাপারকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিনুর বেগম বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মান সম্পন্ন বীজের ওপর প্রশিক্ষণ নিতে এসেছিলেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব