বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় নারীদের উত্যক্ত করার দায়ে ৪ বখাটেকে এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়া সদর উপজেলার ভবের বাজার এলাকার আব্দুল আলিমের ছেলে ইলিয়াস হোসেন (২০), গোদারপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২৩), নিশিন্দারা খাঁপাগার বাবু শেষের ছেলে বাপীন শেখ (১৮) ও চকরপাড়ার মৃত আলতাফ প্রামানিকের ছেলে গুলজার রহমান(২২)। বৃহস্পতিবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার এসআই তৌহিদ জানান, বুধবার সন্ধ্যায় মহাস্থান এলাকায় নারীদের উত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ৪ জনের প্রত্যেককে উক্ত মেয়াদে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব