দিনাজপুরে পৃথক অভিযানে ২৮৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার জেলার কোতয়ালী থানার দক্ষিণ মহেষপুর এবং নসনদিঘি কবরস্থান মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ মহেষপুর গ্রামে মো. ওয়াহেদ আলীর স্ত্রী মোছা. শাহানাজ বেগম (৩৫), একই এলাকার আওড়া ভবানীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. তানজিমুল ইসলাম (২৫) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত চুন্নু শেখের ছেলে এসএম রব মিয়া (৪১)।
র্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এএসপি মো. আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার দক্ষিণ মহেষপুর এলাকায় মোছা. শাহানাজ বেগমের গোয়াল ঘরের ভেতর থেকে ২৩৯ বোতল ফেন্সিডিলসহ তাকে এবং এসএম রব মিয়া নামে আরেক জনকে আটক করে। দুপুর ১টায় অপর এক অভিযানে সদরের নসনদিঘি কবরস্থান মোড় এলাকায় প্লাস্টিকের বস্তার ভিতরে ৪৮ বোতল ফেন্সিডিলসহ মো. তানজিমুল ইসলামকে আটক করা হয়।
র্যাব-১৩ দিনাজপুর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব