সিরাজগঞ্জের শাহজাদপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র্যাব-১২ সদস্যরা উপজেলার দরগা দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো- দরগা দক্ষিণপাড়ার আছেন আলীর ছেলে আতিকুল রহমান বাবু (৩২) ও মৃত দুলাল প্রামানিকের ছেলে মোহাম্মদ আলী (৩০)।
র্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি মো. আ. ওয়ারেছ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগা দক্ষিণপাড়া গ্রামের জহুরুল ইসলামের তাঁত ঘরের পূর্বপার্শ্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল সেটসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ