কাঠালিয়া উপজেলার উত্তর আনইলবুনিয়া গ্রামে আপন দেবর মজিবর রহমানের বিরুদ্ধে পাকিস্থান প্রবাসী বড় ভাইয়ের স্ত্রী মিতু আক্তার (২৫)কে ধর্ষণের অভিযোগে কাঁঠালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯ (১) ধারায় (মামলা নং ১) দায়ের করা হয়েছে।
২ মার্চ বুধবার রাতে ধর্ষিত মিতু আক্তার বাদী হয়ে দেবর মজিবর রহমানকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। ধর্ষিতা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাঁঠালিয়ার আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকরা ধর্ষিতা গৃহবধূ মিতিু আক্তারকে ঝালকাঠি হাসপাতালে রেফার করে।
মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, ৬ ফেব্রুয়ারী ২০১৫ইং তারিখে উপজেলার উত্তর আনইলবুনিয়া গ্রামে মৃত আঃ আজিজ হাওলাদারের পুত্র পকিস্তান প্রবাসী আঃ মান্নান হাওলাদারের সাথে বিয়ে হয়। স্বামী বিদেশে চলে গেলে উত্তর আনইলবুনিয়ার গৃহবধূ মিতু আক্তার স্বামীর বিল্ডিংয়ের দোতলায় একপাশের দুটি রুমে তিনি ও তার দেবর মজিবর রহমান বসবাস করে আসছে।
কিছুদিন যেতে ছোট দেবর তাকে নানা কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতে শুরু করলে সে স্বাক্ষীদের সহ কতিপয় আত্মীয়-স্বজনকে ঘটনা জানায়। এ কারণে ক্ষিপ্ত দেবর মজিবর ১মার্চ মঙ্গলবার রাত ৯টায় গৃহবধূ মিতুর শয়ন কক্ষে প্রবেশ করে গলায় ছুড়ি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ও একথা কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
পরে কিছুটা সুস্থ হয়ে সে ঘরের বাইরে এসে লোকজনকে জানায় ও খালত ভাই মাসুদ মৃধার সহযোগীতায় রাতেই আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়।
এব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জানায়, তারা গৃহবধূ মিতু আক্তারের অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করেছেন। তবে আসামী পালাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন