নির্বাচনী সহিংসতায় পটুয়াখালীর বাউফলের আদাবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশ্রাফ ফকির প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় আসামি করা হয়েছে জেল হাজতে থাকা মো. বেল্লাল হোসেন নামের এক যুবলীগ কর্মীকে। বাউফল থানার ৭/১৬ নম্বর মামলায় তাকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। আসামি বেল্লাল নওমালা গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
জানা গেছে, বেল্লাল বাউফল থানার জি,আর (৩৮/২০১৬) নং মারামারির একটি মামলা এক নম্বর আসামি হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) পটুয়াখালী আদালতে হাজির হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠায়। আগামী ১৬ মার্চ তাঁর জামিন শুনানির দিন ধার্য রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত নওমালা গ্রামের মৃত আমির হোসেনের পুত্র বেল্লাল পটুয়াখালী জেলা কারাগারে আছেন বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। উল্লেখিত দু’টি মামলায় বেল্লাল যে আসামি বিষয়টি পটুয়াখালী জেল সুপারের কার্যালয় ও মামলার এজাহার সূত্রে জানা গেছে।
নিহত আশ্রাফের মা অজুফা বেগম বাদি হয়ে গত বুধবার রাতে বাউফল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে। বেল্লাল ওই মামলায় ৩৪ নম্বর আসামি বলে নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি আজম মাসুদুজ্জামান। আশ্রাফ হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর উল্লাহকে এক নম্বর আসামি করা হয়েছে। বাউফল থানার মামলা নং-০৭/১৫। তারিখ ০৯.০৩.২০১৬। এসআই মো. নাসির ওই মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামসুল হক ফকিরের পক্ষে প্রচারণা চালাতে গত সোমবার রাতে আশরাফ ফকির কর্মীদের নিয়ে মোটর সাইকেলযোগে আদাবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে পথিমধ্যে মাওলানা জহিরুল হকের বাড়ির পূর্ব পাশে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে জোর পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী বারেক মোল্লার বসতঘরে কুপিয়ে হত্যা করে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত নয় এমন কোন ব্যাক্তিকে আসামি করা হলে বিষয়টি তদন্তকারী কর্মকর্তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব