ফুফাত ভাইয়ের বিয়ে খাওয়া হল না হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের সুজাতের। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। গুরুতর আহত তার ছোট ভাই জাবেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত সুজাত (৩০) মিরপুর মনপুড়া কম্পিউটারের মালিক ও প্রয়াত তোতা মিয়ার ছেলে। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বাহুবল উপজেলার সীমান্তবর্তী মুচাই নামক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার নতুন বাজার এলাকার কান্দিগাও গ্রামের প্রবাসী রুবেল মিয়ার বিয়ে ছিল বৃহস্পতিবার। বিয়ের অনুষ্টানে যাওয়ার জন্য মিরপুর থেকে মোটরসাইকেলযোগে রওয়ানা দেয় দু'ভাই। মুচাই নামক স্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা চা বাগানের একটি ট্রাক্টরের (মৌলভীবাজার ই ১১-০০২৪) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুজাত মিয়া নিহত ও তার ছোট ভাই মিরপুর জাবেদ কম্পিউটারের মালিক জাবেদ মিয়া (২৮) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বর রুবেল মিয়া নিহত সুজাতের আপন ফুফাত ভাই।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ