বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগমকে প্রিন্সেস ডায়না স্বর্ণপদক দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ঢাকার দুই প্রতারকের জেল-জরিমানা হয়েছে।
দীর্ঘ শুনানী শেষে বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এর বিচারক কামরুজ্জামান এই রায় প্রদান করেন। রায়ে দুইজনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ঢাকার মতিঝিল এলাকার সার্বিক কমিউনিকেশনস সোসাইটির চেয়ারম্যান রেজাউল করিম এবং মহাসচিব শহিদুল ইসলাম। বর্তমানে সাজাপ্রাপ্তরা পলাতক রয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটি গ্রামের শাহ আলমের স্ত্রী ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম প্রতারণা মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বিউটি বেগমকে আসামিরা সার্বিক কমিউনিকেশনস সোসাইটির মাধ্যমে প্রিন্সেস ডায়না স্বর্ণপদক ২০১১ প্রদানের জন্য মনোনীত করেন। ব্রিটেনের প্রিন্সেস ডায়না ওয়েলস অফ মেমোরিয়াল ফান্ড (ইউকে)- এর আমন্ত্রণে লন্ডনে আন্তর্জাতিক সেমিনারে তাকে যোগদানের কথা বলে আসামিরা তার কাছ থেকে ডাকঘর, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ও নিজ বাড়ি থেকে ৪ দফায় এক লাখ ৩৮ হাজার ৬শ' টাকা গ্রহণ করেন। কিন্তু, আসামিরা দীর্ঘ দিনেও তাকে লন্ডনে আন্তর্জাতিক সেমিনারে নিয়ে যাননি এবং ওই টাকা নিয়ে প্রতারণা করছেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ