বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা বাজারের ব্যবসায়ী নিহত ইব্রাহীম বাহাদুরের পরিবারকে শান্তনা জানাতে গিয়ে তার স্বজনদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ওই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি'র দুই চেয়ারম্যান প্রার্থী। গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ জানুয়ারি বাগধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম বাহাদুরকে জবাই করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রায় ৩ মাস চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইব্রাহিম মারা যায়। ইব্রাহিমের মৃত্যুর খবর শুনে ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাবুল ভাট্টি গত বুধবার সন্ধ্যায় তার শোকাহত স্বজনদের সমবেদনা জানাতে ওই বাড়ি যান। এ সময় ইব্রাহীমের ক্ষুব্ধ স্বজনরা বাবুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর সমবেদনা জানাতে যান একই ইউনিয়নে বিএনপি'র চেয়ারম্যান প্রার্থী কেএম রেজাউল ফয়েজ রেজা। বাবুল ভাট্টির বংশীয় লোক মনে করে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন ইব্রাহীমের স্বজনরা।
ইব্রাহীমের ক্ষুব্ধ স্বজনরা জানান, মৃত ইব্রাহীমের চাচা আওয়ামী লীগ নেতা বাবুল বাহাদুরকে ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর বাবুল ভাট্টির বংশের লোকজন পিটিয়ে ও চুবিয়ে হত্যা করে। এ কারনে বাবুল ভাট্টির বংশের লোকদের উপর ক্ষোভ রয়েছে ইব্রাহীম বাহাদুরের পরিবারের লোকজনের।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুই চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ