লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালীন সময়ে জামায়াতে ইসলামী’র ছাত্রী সংগঠন ছাত্রী সংস্থার ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সংস্থার সাংগঠনিক বই-খাতাসহ বিপুল পরিমান জেহাদী ও ইসলামী বই উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের ডাক্তার বাড়ীর শেখ আহম্মদের ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রুমা আক্তার, রাবেয়া আক্তার, নাবিলা সুলতানা, সাহিদা আক্তার, কামরুন নাহার, নাহিদা সুলতানা, জেসমিন আক্তার, ইতি আক্তার। এরা সবাই জেলার বিভিন্ন স্থান থেকে এসে ওই স্থানে মিলিত হন বলে জানা যায়।
লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, স্থানীয় বিরাহীমপুর গ্রামে জামায়াত সংগঠনের ইসলামী ছাত্রী সংস্থার বেশ কয়েকজন নেতা কর্মী গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই সংগঠনের ৮ নারী কর্মীকে আটক করা হলেও কয়েকজন পালিযে যায়। এসময় তাদের কাছ থেকে জামায়াত নেতা সাঈদী, নিজামী, গোলাম আজম ও মওদুদী’র বইসহ বিপুল পরিমান জেহাদী বই উদ্ধার করা হয়। তারা ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে অপপ্রচারসহ স্থানীয় জনগণের মাঝে বিভ্রান্তি চড়াচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব