সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তার কর্মী সিরাজুল ও আব্দুল করিম সহ ৫ জন আহত হয়েছেন। আহতদের তালা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে প্রণব ঘোষ বাবলুর অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার রাত দেড়টার দিকে তালা উপজেলার হরিচন্দ্রকাটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বাড়ি ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বর্তমান চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়।
প্রণব ঘোষ বাবলুর কর্মী হামলার শিকার আহত সিরাজুল ও আব্দুল করিম জানায়, বুধবার রাত দেড়টার দিকে তালা উপজেলার হরিচন্দ্রকাটি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বিদ্রোহী প্রার্থী রাজুর কর্মী সমর্থক সহ ১০-১৫ জনের এক দল সন্ত্রাসী তাকে সহ প্রণব ঘোষ বাবলুর ওপর লোহার রড ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে সে, প্রনব ঘোষ বাবলু, আব্দুল করিম সহ তাদের মোট ৫ জন কর্মী আহত হন।
এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান রাজু বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমার কোন কর্মী সমর্থক তার উপরে হামলা করেনি। রাত ২ টার সময় প্রণব ঘোষ বাবলু তালা উপজেলার হরিচন্দ্রকাটিতে কী কাজ করছিল। এত রাতে তিনি ওখানে থাকবেন বা কেন ? আসল কথা খলিলনগরবাসী চোয়ারম্যান বাবলুকে প্রত্যাখান করেছেন। নির্বাচনে পরাজয়ের ভয়ে তিনি হামলার নাটক সাজিয়ে জনগনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
এ বিষয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম জানান, চেয়ারম্যান বাবলুর উপরে হামলার ঘটনা শুনেছি। পুলিশ তদন্ত শুরু করেছে। আসলে কি হয়েছিল তদন্ত শেষে বেরিয়ে আসবে।
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসল ঘটনা বের করতে তদন্ত হচ্ছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ