আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন পুলিশ সদস্য পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও পুলিশকে ম্যানেজ বা ‘নির্বাচনে জিতে দেয়া হবে-এমন প্যাকেজ’ গ্রহণ করলে দায়ী পুলিশ সদস্যের পাশাপাশি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে শহরের জেলখানা ঘাট সংলগ্ন কাওয়াকোলা ইউপি ভূমি অফিস সংলগ্ন মাঠে কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় সদর সার্কেল এএসপি ফারুক আহমেদ এসব কথা বলেন।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোন প্রার্থী মনে করেন শক্তি প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবেন- এমন চিন্তা বাদ দিন। বরং জনগণের কাছে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে নির্বাচিত হওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন জনগণ যাকে ভোট দিবেন তিনিই জনপ্রতিনিধি হবে। আর সরকারের নির্দেশে আইনশৃংখলা রক্ষাবাহিনী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এসময় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও ভোটারদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এসএসপি ফারুক আরও বলেন, কাওয়াকোলা ও মেছড়া ইউনিয়ন যমুনা বিধৌত এলাকা। বর্ষা মৌসুমে নৌপথে মাঝে মধ্যে জলদস্যুদের তৎপরতা বেড়ে যেতো। কিন্তু ইতোমধ্যে নদী পথে ডাকাতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। ডাকাতদলকে সনাক্ত করা হয়েছে। ডাকাতি হওয়া মালামালসহ কয়েক ডাকাতকে আটক করা হয়েছে।
চরাঞ্চলে মাদকদ্রব্য বৃদ্ধি পেয়েছে জনগণের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। প্রয়োজন্য ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন। মনে রাখবেন পুলিশ জনগনের বন্ধু। পুলিশ সবসময়ই জনগনের পাশে আছে এবং থাকবে। এ সময় উপস্থিত জনগনকে নির্বাচনী সংক্রান্ত যে কোন গুরুত্বপুর্ন তথ্য প্রদানের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দুটি মোবাইল নম্বর প্রদান করেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা, কাওয়াকোলা ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, মেছড়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান বাদশা আলম, বিএনপি নেতা জামাত আলী ভুইয়া, আওয়ামীলীগ নেতা সুরুত জামাল তালুকদার প্রমুখ। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান দুলাল, সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক, রেজাউল করিম ও কাওয়াকোলা ইউপি সদস্য শাহজামাল ভুইয়াসহ দুটি ইউনিয়নের ইউপিসদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব