ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় নিউ নাইট এঙ্গেল হোটেলের সামনে ব্রাস্ট হওয়া ট্রাকের চাকার রিং লেগে আব্দুল মান্নান (৪০) নামে এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মান্নান জয়পুরহাট জেলার কালাই থানার নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, জয়পুরহাট থেকে ঢাকাগামী রোমার পরিবহনের যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে হোটেল নিউ নাইট এঙ্গেলের সামনে যাত্রা বিরতি করায় বাসযাত্রী আব্দুল মান্নান গাড়ি থেকে নেমে পার্শ্বে দাঁড়িয়ে ছিল। এসময় ঘটনাস্থলে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের চাকা ব্রাস্ট হয়ে যায়। এতে ট্রাকের চাকার রিংটি ছুটে মান্নানের মাথায় লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব