চাঁদা আদায়কালে ভারতীয় রুপিসহ কাস্টমসের দুই সিপাহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভোমরা বন্দরের জিরো পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভোমরা কাস্টমসের সিপাহী ফিরোজ হোসেন ও আব্দুল মতিন।
বন্দর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, বৃহস্পতিবার ভারত থেকে প্রায় ৩০০ মালবাহী ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করে। আটককৃতরা প্রতি ট্রাক থেকে ২০-৩০ ভারতীয় রুপি চাঁদা আদায় করে। চাঁদা আদায়ের বিষয়টি বিজিবির গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপনে নজরদারি করতে থাকে। এক পর্যায়ে রাতে ২ হাজার ৮০০ ভারতীয় রুপিসহ তাদের আটক করা হয়।
ভোমরা বন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরিফ আল আমিন জানান, কাস্টমসের দুই সদস্যকে বিজিবির গোয়েন্দা বিভাগ আটক করেছে বলে তার কাছে খবর এসেছে।
এদিকে, ভোমরা বিজিবি ব্যাটালিয়নের সুবেদার হুমায়ন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত কাস্টমসের সিপাহী ফিরোজ হোসেন ও মতিনকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়েছে। কাস্টমস আইনে তাদের বিচার হবে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ