গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার দুটি দোকানে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
শ্রীপুর সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌণে ৬টার দিকে জৈনাবাজার এলাকার মো. শাহজাহান মিয়ার ইলেকট্রিক ও মো. ওসমান আলীর মুদির দোকানে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ