বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভাইজোড়া ব্রীজ সংলগ্ন নৌকা প্রতীকের ওই অফিসটি ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
একই রাতে ১১টার দিকে হোগলাপাশা ইউনিয়নে ৮নং ওয়ার্ড় মেম্বার ও মেম্বার প্রার্থী মো. ফারুক মিয়ার বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। ফারুক মিয়ার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল আলমের বাড়িতেও হামলা ও তার মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, জিউধরায় নৌকা প্রতীকের অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তবে হোগলাপাশায় গুলির অভিযোগ সঠিক নয়। সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্তারিত আসছে...
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/ এস আহমেদ