চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম সিরাজ (৩২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেনসিডিল। বৃহস্পতিবার রাতে দর্শনা-আকুন্দবাড়িয়া সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, আটকের সময় সিরাজুলের কাছ থেকে প্রেস লেখা একটি অনটেস্ট মোটরসাইকেল ও কথিত আজকের জনবাণী ও হ্যালো বিডি টুডে নামে একটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকার পরিচয়পত্রও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ