মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরণ ও ডিপ্লোমা কোর্স চালুর দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিশনের মাদারীপুর জেলা শাখা। আজ শুক্রবার সকাল ১০টায় মাদারীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি শাহাদুল ইসলাম।
সংবাদ সম্মেলন তারা উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের কাজের সফলতা শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রধানমন্ত্রী কর্তৃক এমডিজি, সাউথ সাউথ পুরষ্কার প্রাপ্তি, গ্যাভি কর্তৃক শ্রেষ্ঠ টিকাদানকারী দেশের স্বীকৃতি অর্জন, দক্ষিণ পূর্ব এশিয়ার টিকাদানে শ্রেষ্ঠত্ব এবং সমপ্রতি পোলিওমুক্ত বাংলাদেশ গঠনে জাইকা কর্তৃক এওয়ার্ড প্রাপ্তি স্বাস্থ্য সহকারীদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি।
আগামী ৩১ মার্চের মধ্যে তাদের দাবীসমূহ মানা না হলে ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতিসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মো. ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ