কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৬-১৭ সেশনে ম্যানেজিং কমিটি'র নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতরা ১৩টি এবং আওয়ামী লীগ সমর্থিতরা ৪টি পদে জয়ী হয়েছেন। নির্বাচনে ১৭টি পদে দু'টি প্যানেলে ৩৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। এ বছর ৮শ' ২৯ জন ভোটারের মধ্যে ৭শ' ৯১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন। আজ শুক্রবার দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাড. আমজাদ হোসেন ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ হয়।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ