'স্বাস্থ্য সহকারী' পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে 'মেডিকেল টেকনোলজিস্ট', বেতন বৈষম্য দূরীকরণ ও 'ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স' চালুর দাবীতে আজ শুক্রবার নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সকালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এইচ এম রাব্বী তালুকদার। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. মুখশেদুর রহমান খান।
লিখিত বক্তব্যে তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা ইপিআই কার্যক্রম বাস্তবায়ন, মা ও শিশুদের টিকাদানসহ ১০টি রোগ প্রতিষেধক টিকাদানে তৃণমূল পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় দেশ আজ পোলিওমুক্ত হয়েছে। স্বাস্থ্য সহকারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এমডিজি গোল অর্জিত হওয়ায় প্রধানমন্ত্রী সাউথ সাউথ এওয়ার্ড পুরস্কার পেয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে তাদের দাবীসমূহ মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ