বগুড়ার মোকামতলায় ২ লাখ ২০ হাজার টাকার জালনোট ও ৩ কেজি ২শ’ গ্রাম গাঁজা দুই যুবককে আটক করেছে পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে মহাসড়কে যাত্রীবাহী কোচ তল্লাশি করে পুলিশ। এসময় ২ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও ৩ কেজি ২শ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জাল নোটসহ বরিশালের মুলাদী থানার সৈয়লাচর গ্রামের শামছুল হক (২০) এবং গাঁজাসহ কুড়িগ্রাম সদর থানার বড়াইবাড়ী গ্রামের মৃত. আজগর আলীর ছেলে রিয়াজুল (২৮)। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ ২০১৬/শরীফ