বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় তিনটি পুরাতন ভোটকেন্দ্র বাদ দিয়ে নতুন করে কেন্দ্র স্থাপনের প্রতিবাদ জানিয়েছেন চারজন চেয়ারম্যান প্রার্থী।
শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই প্রতিবাদ জানান।
চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কুদরত-ই-খোদা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন দুলাল, আব্দুর রাজ্জাক নয়া মিয়া ও শাহ জিহাদুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তারা অভিযোগ করেন, ওই ইউনিয়নের নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্র এবং আয়েশা ওসমান বিদ্যালয়ের একটি কেন্দ্রকে বাতিল করে নতুনভাবে ভাঙা বাঁধের নিচে কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। যেখানে যাতায়াতের কোনো রাস্তা নেই। নতুন করে তিনটি কেন্দ্র হলে ভোট কারচুপি হবে বলে তারা উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন