ঝিনাইদহ শৈলকূপা থানা হাজতের ওয়াশরুমে আজ শুক্রবার সকালে গলায় লুঙ্গি পেঁচিয়ে কাজল মন্ডল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
নিহতের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের হাসেম আলীর ছেলে। সে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ছিলো।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মহিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে তাকে ২০ পুরিয়া গাজাসহ আটক করে থানা হাজতে রাখে। শুক্রবার সকাল ১১টার দিকে থানা হাজতের ওয়াশরুমে পানির পাইপের সাথে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এ সময় হাজতে থাকা ২ জন হাজতি বিষয়টি টের পেয়ে চিৎকার দিতে থাকে। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে বেলা সাড়ে ১২ টার দিকে মারা যায়।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন