পদ আপ গ্রেড করে বেতন বৈষম্য দূর করার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন খাগড়াছড়ি শাখা। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে মাঠে নামার হুশিঁয়ারি দেন।
শুক্রবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন খাগড়াছড়ি শাখার তথ্য ও প্রচার সম্পাদক শান্তি লাল দেওয়ান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সভাপতি বিবেকাময় রোয়াজা, সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন,সাংগঠনিক সম্পাদক এডিশন চাকমা। খাগড়াছড়ি জেলার দূর্গম বিভিন্ন পাহাড়ী এলাকায় ১৮৬ জন স্বাস্থ্য সহকারী এখানকার মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব