দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন স্বামী ও স্ত্রী। তারা একই সাথে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছে। দু’জনই মাঠে-ময়দানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটাররা বলছেন, বিরোধিদের ঠেকাতে এবং নারী ভোটারদের সহমর্মিতা আদায়ের জন্যই স্বামী-স্ত্রী দু’জনই প্রার্থী হয়েছেন।
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জের আটমূল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন। ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষে তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭ জন সভাপতি-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তার মনোনয়ন নিশ্চিত করে জেলায় তালিকা প্রেরণ করে। পরে মনোনয়ন বোর্ড তার মনোনয়ন বাতিল করে বর্তমান ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মান্নানকে দলীয় মনোনয়ন দিলে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সেই সঙ্গে তাঁর স্ত্রী মনোয়ারা বিবিও (৩৮) চেয়ারম্যান পদে প্রার্থী হন। বর্তমানে দুইজনই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
আটমূল ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, যাচাই বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ারি বিবি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী।
দুই ছেলে সন্তানের জননী মনোয়ারা বিবি বলেন, গ্রাম-গঞ্জ চষে বেড়াচ্ছি। ভোটরদের সঙ্গে পরিচিত হচ্ছি। কুশল বিনিময় করছি। তবে নারী ভোটাররা খুব উৎসাহ দেখাচ্ছেন। নির্বাচিত হলে নারীদের উন্নয়নে কাজ করবো।
বর্তমানে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার মান্নান, বিএনপির মীর মুনসুর রহমান, জাতীয় পার্টির নজনুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মনোয়ারা বিবি, বিএনপি বিদ্রোহী মোজাফফর হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহম্মেদ।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, ২ মার্চ ১২টি ইউনিয়নের মোট ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে তিনিই একমাত্র সরাসরি ভোটের নারী প্রার্থী।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৬/মাহবুব