মাদারীপুরের কালকিনি পৌর এলাকার বদরদী গ্রামে 'হামলা' মামলা তুলে না নেওয়ায় মজিবর হাওলাদার(৬৫) নামের এক মুক্তিযোদ্ধার ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ সোহাগ চৌকিদার, দুলাল মৃধা, দেলোয়ার চৌকিদার ও হারুন হাওলাদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মজিবরের ওপর হামলা চালায়। আহত মুক্তিযোদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আড়াই মাস আগে পূর্ব শত্রুতার জের ধরে মুক্তিযোদ্ধা মজিবর হাওলাদারের পরিবারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকী প্রদর্শন করে বিবাদিরা। আর মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে ফের হামলা চালায় তারা।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব