নওগাঁর ধামইরহাট উপজেলা সদরের চকময়রাম এলাকায় ট্রাকের চাপায় স্বাধীন হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং ঘাতক ট্রাকসহ ২টি ট্রাকে আগুন দেয়।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকময়রাম নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানিয়েছে এলাকাবাসী। তবে পুলিশ তা অস্বীকার করেছে।
নিহত স্বাধীন উপজেলার চকময়রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া গ্রামের টুকু হোসেনের ছেলে।
এ বিষয়ে দুপর পৌনে ১টার দিকে ধামইরহাট থানার ওসি মশিউর রহমান গুলির বিষয়টি অস্বীকার করে জানান, সকালে প্রাইভেট পড়ে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ধামইরহাট-জয়পুরহাট সড়কের চকময়রাম স্কুলের সামনে গেলে পেছন থেকে একটি পাথর বোঝায় ট্রাক স্বাধীনকে ধাক্কা মেরে চাকায় পিষ্ট করলে ঘটনাস্থলেই স্বাধীন মারা যায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা আধা ঘণ্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ঘাতক ট্রাকসহ ২টি ট্রাকে ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টোর চেষ্টায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব