বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থীর হাত পা কেটে দেওয়ার জন্য অপেক্ষায় থাকা দুই ভাইকে ধারালো অস্ত্র ও হাতুড়িসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সরালিয়া গ্রাম থেকে উজ্জ্বল হাওলাদার (৩০) ও তার ছোট ভাই জুয়েল (২০)-কে স্থানীয় লোকজন আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তারা গুয়াতলা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।
থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস বলেন, আটক দুই ভাই তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। তারা বহিরাগত আরো৭/৮জনকে সাথে নিয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম বাচ্চুর একটি হাত ও একটি পা কেটে দেওয়ার জন্য পথে অপেক্ষা করছিলো।
নিশানবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুনু হাওলাদারের বাড়িতে বসে এমন পরিকল্পনা হয়েছে বলে উজ্জ্বল ও জুয়েল পুলিশের কাছে স্বীকার করেছে।
এ ঘটনায় আজ শনিবার সকালে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় স্বতন্ত্র প্রার্থী রুনু হাওলাদারসহ ১০ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। অজ্ঞাত রয়েছেন ১৫/২০ জন।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৬/ রশিদা