কক্সবাজারের টেকনাফ হ্নীলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙ্গালীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। আহত ইউনুছ বাঙ্গালীকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম ইউনুছ বাঙ্গালী হ্নীলা ফুলের ডেইল এলাকায় ডা. জামাল আহম্মদের বাড়িতে দাওয়াতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুবৃর্ত্ত তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। এসময় বাড়ি, গাড়িও ভাংচুর চালানো হয় বলে জানা গেছে। পরে হামলাকারীরা চলে গেলে আহত ইউনুছ বাঙ্গালীকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেছে বলে জানায়।
এদিকে, রাতে ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রনজিত কুমার ঘটনাস্থলে ছুটে যান এবং এ বিষয় খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৬/ রশিদা