দিনাজপুর হলিল্যান্ড কলেজছাত্রী হোস্টেলের ১৩ ছাত্রী খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার দুপুরে খাওয়া শেষে শিক্ষার্থীরা অসুস্থবোধ করলে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদেরকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
অসুস্থ ছাত্রীরা হলো: রিফাত তাজমিম, আফসানা, রিমু, উর্মি, ইতি, নুরী, মুনিরা, লিজা, শারমীন, মোহনা, জেবা, শান্তা ও প্রিয়া।
তারা সকলেই উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী এবং তাদের সকলের বয়স ১৭ হতে ১৮ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দিনাজপুর হলিল্যান্ড কলেজের অধ্যাপক আবু কাওসার সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানে ৫৮ ছাত্রীকে সকালে পরোটা ও বুটের ডাল এবং দুপুরে পোলাও আর মাংস খেতে দেওয়া হয়। দুপুরে খাওয়া শেষে ১৩ জন ছাত্রী অসুস্থ বোধ করে। নিজেদের চিকিৎসকের পরামর্শে পরে তাদেরকে দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ রিফাত তাজমিমের বাবা মোস্তফা কামাল জানান, আমার মেয়ে এবার ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিবে। বর্তমানে তাকে স্যালাইন দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।
দিনাজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিনাত আনাম জানান, ভর্তি হওয়া ১৩ ছাত্রীর মধ্যে একজন ডায়রিয়া এবং ১২ জন বমিতে আক্রান্ত। আক্রান্ত ছাত্রীদের প্রাথমিক লক্ষণগুলি খাদ্যে বিষক্রিয়ার কারণ বলে মনে হচ্ছে না। তবে এ ব্যাপারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা আগে কোনো কিছু বলা যাবে না।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৬/ রশিদা