রাজশাহীতে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হয়ে গেছে এক শ্রমিক। এ ঘটনায় খড় বোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে।
নিহত শ্রমিকের নাম কানু (২৭)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাতমা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন।
এছাড়াও ওই ঘটনায় কানুকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আল আমিন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খড়বোঝাই চলন্ত ট্রাকের উপরে ছিলেন কানু। খড়ে সঙ্গে বেঁধে যাওয়া ডিসের তার ছুটাতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মুণ্ডুমালা থেকে খড়বোঝাই করে ট্রাকটি গোদাগাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। কানু, আল আমিনসহ তারা কয়েকজন খড়বোঝাই ট্রাকের ছাদে ছিলেন। পথে সাতপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার বাঁধে। এসময় কানু ডিসের তারটি ছাড়ানোর চেষ্টা করার সময় ১১ হাজার ভোল্ট বহন করা বিদ্যুৎ তারের সংস্পর্শে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানুর সমস্ত শরীরে আগুন ধরে যায়। সেই সঙ্গে ট্রাকে থাকা খড়ের আগুন লাগে। কানুকে বাঁচাতে তার ছোট ভাই আল আমিন এগিয়ে আসলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আল আমিনকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হলেও কানুকে ট্রাক থেকে নামানো সম্ভব হয়নি। বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাকের আগুনে কানু পুড়ে কয়লার আকার ধারণ করে।
এ ঘটনার পর গোদাগাড়ী দমকল সদস্যদের খবর দিলে তারা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নেয় ও কানুর লাশ উদ্ধার করে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার তৎপরতা চলছে।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ ১৬/ সালাহ উদ্দীন