কুমিল্লা ভিক্টোরিয়া কমলজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সরকারদলীয় সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন ও মেৌন মিছিল করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুরবান আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নাজমুল হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোবাশ্বের মুন্না, আব্দুল হালিম, মানিক রায়, আল ইমরান নান্নু, রাশেদ হোসেন, তূর্য, সুমন, রাজু, সাদ্দাম হোসেন প্রমুখ।
মানববন্ধনে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের প্রায় শতাধিক ছাত্র মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে একটি মৌন মিছিল বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ