কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ধর্ষণকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে পৃথকভাবে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতানি্ত্রক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলা শাখার উদ্যোগে কর্মসূচিত নেতৃত্ব দেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মিতালী প্রামানিক এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সজিব সরকার।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নওগাঁর সাধারণ সম্পাদক এড. মহসিন রেজা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, জয়ন্ত বর্মন, ছাত্র ইউনিয়ন নেতা আনন্দ বর্মন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ