আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-চারগাছ সড়কের রাইতলা নামক স্থান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক সিএনজি চালককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার তিনলাখপীর সিএনজি স্ট্যান্ড থেকে চারগাছ যাওয়ার কথা বলে তিনশ টাকা ভাড়ার বিনিময়ে এক যাত্রীকে নিয়ে সিএনজি চালক মো. জাকির হোসেন রওয়ানা দেয়। এসময় সিএনজি চালক শ্রমিক ইন্তু মিয়াকে (৫০) তার সহযোগী হিসেবে সঙ্গে নেয়। রাত আনুমানিক ২টায় সিএনজিটি চারগাছ যাওয়ার পথে রাইতলা পৌঁছামাত্র মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী রাস্তায় ব্যারিকেট দিয়ে সিএনজিকে থামানোর সংকেত দেয়। ওই সময় সিএনজিতে থাকা যাত্রী ও ড্রাইভার ভয়ে পালিয়ে যায়। সিএনজিতে ঘুমিয়ে থাকা সহযোগী ইন্তু মিয়াকে ডাকাত দল উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়। নিহতের ছেলে মো. বোরহান উদ্দিন বাদী হয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ উপজেলার সৈয়দাবাদ গ্রামের মৃত মন মিয়ার ছেলে ওই সিএনজি চালক জাকির হোসেনকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত শ্রমিক ইন্তু মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার চরপাড়া সরিষাহাটি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
বিডি-প্রতিদিন/২৫ মার্চ ২০১৬/শরীফ