একাত্তরের ২৫ মার্চ কালো রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাঙালীদের। সেই কালো রাত স্মরণে নওগাঁয় আজ শুক্রবার বের করা হয় আলোর মিছিল।
সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনার থেকে আলোর মিছিল বের করা হয়।
আলোর মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আবদুল মালেক। আলোর মিছিলে নওগাঁর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও স্থানীয় বিভিন্ন মহলের শতাধিক সচেতন মানুষ অংশ নেন।
আলোর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তির মোড় শহীদ মিনারের বেদীতে ২৫ মার্চ রাতের গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি ডিএম বারী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আবুল মকসুদ। আরও বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, একুশে পরিষদের উপদেষ্টা ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান প্রমুখ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘জাতীয় জীবনে সার্বিক আন্দোলন ও একাত্তরে একটি প্রত্যক্ষ গণযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক রাষ্ট্র হবে না। এই রাষ্ট্র হবে শোষণ-বঞ্চনাহীন এবং রাষ্ট্র পরিনচালিত হবে ন্যায়-নীতির ভীত্তিতে। অসম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ রাষ্ট্র গড়াই আমাদের এখকার যুদ্ধ। আর এই যুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতে বর্তমান প্রজন্মকেই।’
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন