সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সলঙ্গা থানার রামাচর মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আব্দুল আজিজ (৩৮) বেলকুচি উপজেলার তিয়াশিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত চানু প্রামানিকের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল শুক্রবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামার চর মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আজিজকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন