যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। এদিন রাত ১২টা ১মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল ও জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
পরে পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন, পুলিশ প্রশাসন, র্যাব, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব