মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হচ্ছে নানা কর্মসূচি। এদিন রাত ১২টা ১মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি।
শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে নানা কুচকাওয়াজ। থানা পুলিশ ও আনছার ভিডিপিও এ অনুষ্ঠানে অংশ নিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, সহকারী কমিশনার(ভূমি) মো. নাজমুল হুদা ও থানার ওসি তারক বিশ্বাস। কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হবে।
এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যারাতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আওয়ামী লীগ অফিসের সম্মুখে প্রদীপ প্রজ্জ্বলন করে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৬/মাহবুব