বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেলের ধাক্কায় আ. আজিজ হাওলাদার (৬২) নামে এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে শরণেখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়েন্দা-শরণখোলা সড়কের খুড়িয়াখালী এলাকায় সড়কে ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা আজিজ হাওলাদার মাছ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এলাকাবাসী আজিজকে উদ্ধার করে প্রথমে শরণখোলা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৬/ রশিদা