মাদারীপুরে যৌতুকের দাবিতে রিমা আক্তার (১৯) নামে এক গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সোহান হোসেন বাবু পলাতক রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কুলপদ্বি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিমা ব্রান্মদি এলাকার মান্নান হাওলাদারের মেয়ে।
পারিবার, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর খানেক আগে রিমার সঙ্গে সোহানে বিয়ে হয়। বিয়ের থেকেই সোহানের পরিবার যৌতুকের জন্য চাপ দিতে থাকে। বিয়ের কিছু দিন পর একলক্ষ টাকা যৌতুকও দেয়। কিন্তু সপ্তাহ খানেক আগে আবারও একলাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুক দিতে না পারার কারনেই শুক্রবার রাতে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে লাশ হাসপাতালের বারান্দার ট্রলির উপর রেখে পালিয়ে যায়।
নিহতের বোন আকলিমা বেগম বলেন, আমার বোনকে যৌতুকের জন্য বালিশ চাপা দিয়ে হত্যা করে ওরা পালিয়েছে। আমরা এর বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব