কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্কুল শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত শিমরাইল-আদমজী ইপিজেড সড়কে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ কমূর্সচি পালন করেন। এ সময় তাদের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে যোগ দেয় বিদ্যালয়ের অধ্যয়নরত ২ শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মুক্তাদির হোসাইন হৃদয়ের সাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন ইফতেখার উদ্দিন ঋতু, মিল্টন, শ্রাবণী, সোহাগ, শান্ত, লিমন, রাফি, বুশরা, সাগর, আকিবসহ অন্যান্য শিক্ষার্থীরা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও দোষীরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা